ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ রেল দুর্ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকৃতরা হলেন–মালবাহী ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালক। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দুর্ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চার সদস্যবিশিষ্ট অপর তদন্ত কমিটির নেতৃত্বে আছেন ঢাকা বিভাগীয় পরিবহণ কর্মকর্তা।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৮ মরদেহ উদ্ধার হয়েছে। শনাক্ত হয়েছে ১৫ জনের পরিচয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন, মরদেহগুলো তাদের কাছে আছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। কিছু রোগী সেখানে ভর্তি করা হয়েছে।
বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনা এলাকা ঘিরে রেখেছে। ফায়ার সার্ভিস বলছে, আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী এগারসিন্ধুর নামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।