ভালুকায় টিনের বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ
ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। টিনের বেড়া ও সাইনবোর্ড টানিয়ে কয়েক কোটি টাকার এই সম্পত্তি দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট চলেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও জামিরদিয়া গ্রামে গত রোববারের (২২ অক্টোবর) ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
জমির দাবিদার আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়া জানান, ২০২, ২০৭ ও ২২৪ নম্বর দাগে প্রায় সাত কোটি টাকা মূল্যের ৬৯ শতাংশ জমি তারা পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। মোস্তফা কামাল জেলা পরিষদ সদস্য হওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে তাদের ওই জমিটি দখলে নেয়ার পাঁয়তারা করে আসছিল। ঘটনার সময় মোস্তফা কামালের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ লোক দেশীয় অস্ত্রনিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায় এবং টিনের বেড়া দিয়ে তাদের জমিটি জবর দখলের চেষ্টা চালায়।
মোস্তফা কামাল ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে জানান, ওই জমিটি তিনি ক্রয় সূত্রে মালিক। ওই জমির বিষয়ে থানাসহ স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ ডাকা হয়, কিন্তু আব্দুল হাই ও তার লোকজন সালিশে আসেনি। তাই তাদের জমি টিনের বেড়া দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছেন। এ ঘটনায় আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়া বাদি হয়ে মো. মোস্তফা কামাল, মোফাজ্জল হোসেন, তোফাজ্জল হোসেন ও জাহাঙ্গীরের নাম উল্লেখ করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শণকারী এসআই আবুল কালাম জানান, জামিরদিয়া গ্রামের মোস্তফা কামাল ও আব্দুল হাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ওই ঘটনায় দুপক্ষেরই অভিযোগ এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।