স্বল্প শিক্ষিতরা দেশে টাকা পাঠায়, আর শিক্ষিত লোকেরা বিদেশে পাচার করে : দুদক কমিশনার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, ‘আমাদের দেশে যারা গরিব, কম শিক্ষিত, তারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠায়। আর শিক্ষিত লোকেরাই দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে। এত পড়ালেখা করে কি লাভ হয়? শিক্ষিত লোকেরাই বেশি টাকা পাচার করে।’
আজ বুধবার (২৫ অক্টোবর) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত আন্তসাংবাদিক সংগঠন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, দুর্নীতিগ্রস্তদের কখনও সিআইপি-ভিআইপি বলবেন না। তাদের বলবেন, এলআইপি-লেস ইম্পর্টটেন্ট পারসন। আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। লেখালেখি করেন এটা আমার কাছে ভালো লাগে। এমনকি এই ধরনের স্পোর্টস টুর্নামেন্টও দুর্নীতি বিরোধী বার্তা সবাইকে পৌঁছে দেবে।
বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে উল্লেখ করে জহুরুল হক বলেন, এই সরকার অনেক উন্নয়ন করেছে। কিন্তু, সব উন্নয়ন খেয়ে ফেলবে করাপশন (দুর্নীতি)। তাই যারা দুর্নীতি করে তাদের ছাড় দেওয়া যাবে না। অনেকে সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু, সুন্দর কথা বলার মানুষগুলোই বেশি অসৎ হয়।