কিশোরগঞ্জে পুলিশের তিন মামলায় বিএনপির ১,৯০০ নেতাকর্মী আসামি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক হাজার ৯০০ জনকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার (১ নভেম্বর) সকালে মামলাগুলো করা হয়।
পুলিশের এই তিনটি মামলায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক হাজার ৯০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় হত্যার উদ্দেশে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে পৃথক এই তিনটি মামলা করে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার পর কুলিয়ারচর থানার পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ জনকে আসামি করে দুটি মামলা করেন।
অপরদিকে আজ সকালে পরিদর্শক নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে একটি মামলা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় আজ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গতকাল মঙ্গলবার সকালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন রনি (৩৫) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রেফায়েত উল্লাহ তনয় (২৩) নিহত হন। এ ঘটনায় ১৫ পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হন।