অরিদ্র বাঁচতে চায়, প্রয়োজন ৭ লাখ টাকা
অরিদ্র ঘরামী। বয়স ছয় বছর আট মাস। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিউতে আছেন। অরিদ্র ঘরামীর বাবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অসুস্থ অরিদ্র হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন রয়েছেন। অরিদ্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিডনি, লিভার ও হার্ট বিকল হয়ে গেছে । যে কারণে তাকে প্রতি সপ্তাহে নানাবিধ টেস্ট করাতে হচ্ছে। যার কারণে ওষুধসহ প্রতিদিন ৭০০০/- টাকার মতো খরচ হচ্ছে।
আর এই রোগের উন্নত চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। তার চিকিৎসা বাবদ আনুমানিক ৭ লাখ টাকা খরচ হবে। বাবা সজীব ঘরামীর পক্ষে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য; সেখানে অরিদ্রর চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।
অরিদ্র এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন অরিদ্র। আপনার আর্থিক সাহায্য পেলে অরিদ্র ফিরে পেতে পারেন নতুন জীবন। অরিদ্রকে সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগ:
বিকাশ: ০১৭১৯৫১৫৭২০ (পারসোনাল)
নগদ: ০১৭১৯৫১৫৭২০/ ০১৭৭১৭১৮৮৮৬ (পারসোনাল)
হিসাবের নাম : ADHIR GHARAMI
ব্যাংক হিসাব নং: ১০১৭৪৫১৩৭৩০৩১ (আইএফআইসি ব্যাংক, কারওয়ানবাজার, ঢাকা)
SWIFT Code: IFIC BD DH017
Routing Number: 120262531