গাজীপুরে কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানায় আগুন লাগে। এতে মালামাল পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হয়। তবে, এতে ব্যর্থ হয় সেখানে থাকা লোকজন। মুহূর্তেই আগুন কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, আশুলিয়া ও কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুনে নেভানোর কাজ শুরু করে।
দমকল কর্মীদের তিন ঘণ্টার প্রচেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারাখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বিপুল পরিমাণ উৎপাদিত মালামাল, মেশিনারি, কেমিক্যালসহ কাঁচামাল পুড়ে যায়। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা।