টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী এশার মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকায় বসতবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মির্জা আফরোজ এশা সাবেক এক পুলিশ কর্মকর্তার মেয়ে।
এশা জেলার এক আওয়ামী লীগনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সেই মামলায় জেলও খাটেন ওই নেতা। পরে এশা একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপর ঘটনা মোড় নেয়। আদালত ওই শিশু ও অভিযুক্ত আওয়ামী লীগনেতার ডিএনএ টেস্টের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে শিশুর ডিএনএর সঙ্গে অভিযুক্ত নেতার ডিএনএ না মিললে গত ৯ অক্টোবর জামিনে মুক্ত হন তিনি।
এশার মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে আসার কথা রয়েছে।’