দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক সেটা চাই না: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক, সেটা আমরা চাই না। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এমন কিছু করা উচিত হবে না, যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়।
দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, গণপ্রতিনিধিত্ব আইন (আরপিও) ও দুদক আইন অনুযায়ী যা যা করা দরকার, আমরা তাই করব। দুদক প্রধানত দুর্নীতি দমন ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুদকের কাজে জনগণকে আরও সহযোগিতা করতে হবে। শুধু দুদক আইনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে দমন ও দুর্নীতি প্রতিরোধের কাজে সরকারের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি হয়। আপনারা দেখবেন দুর্নীতিবাজ, দুর্নীতির সাহায্যকারী, দুর্নীতিবাজদের অফিসে চাকরি করে যারা, যারা সহায়তা করে দুর্নীতির সুবিধাভোগী তার বিপরীতে আমরা কতজন? এতো বড় একটা শ্রেণির বিরুদ্ধে শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এগুলোকে এড্রেস করেই আমাদেরকে এগুতে হবে।
দুদক সচিব মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোসাম্মদ আছিয়া খাতুন, রিপোর্টার্স অ্যাগেইননস্ট করাপশনের (র্যাক) সভাপতি আহম্মদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আরিফ, মতলুব মল্লিক, মাসুমুর রহমান, হকিকত জাহান হকি, তাসলিমুল আলমসহ সিনিয়র সাংবাদিকরা।