বাড়ির ছাদে মিলল বোমা সদৃশ বস্তু
মেহেরপুরের সদর উপজেলার একটি বাড়ির ছাদ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলার পিরোজপুর গ্রামে কলা ব্যবসায়ী মিঠুন আলীর বাড়ির ছাদ আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে পুলিশ ও র্যাব সদস্যরা।
স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পাই বাড়ির সদস্যরা। পরে সন্দেহ হলে খবর দেওয়া হলে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। তবে কে বা কারা সেখানে বোমা সদৃশ বস্তুগুলো রেখেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি তারা।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ষড়যন্ত্রমূলক ভাবে কেউ বোমা সদৃশ বস্তু দুটি রেখে গিয়েছে। বোমা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে জানা যাবে সেগুলো বোমা কি না। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’