পুলিশ দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা
ফরিদপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (৪ ডিসেম্বর) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করেন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন।
মামলায় সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
দুদকের দায়ের করা এজাহারে বলা হয়, সাবেক এসপি সুভাষ চন্দ্র সাহার স্ত্রী রীনা চৌধুরী (৫০) দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৯ কোটি ১৪ লাখ ৯ হাজার ৩১৪ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন। এ সম্পদ অর্জনে তার স্বামী পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা (৫০) সহায়তা করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, সুভাষ চন্দ্র সাহা (৫০) আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এ জন্য তাদের বিরুদ্ধে দুদক আজ দুটি মামলা করে।