রাজধানীতে ছাত্রদলের মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নির্দেশনায় রাজধানীর মেরুল বাড্ডা থেকে রামপুরা ব্রীজ অভিমুখে সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করে।
ছাত্রদলের সহসভাপতি মাহবুব আলম জানান, মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি করিম প্রধান রনি, সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সরকার জসিম উদ্দিন সম্রাট, সহসাংগঠিক সম্পাদক সারোয়ার আলম খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মানিক মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা এ বি এ মারুফ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সোহাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর সাবেক ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নম্বর সহসভাপতি মো. হাসানুর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সিনিয়র সহসভাপতি দ্বীন ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. পলাশ মিয়া, আনোয়ারুল আমিন আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসাধারণ সম্পাদক জুনাইদ হোসেন সৌরভ, মনসুর আলম, প্রচার সম্পাদক জোনায়েদ সিদ্দিক আবুবকর, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রাইম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হাবিবুর রহমান সজিব, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ওয়াদুদ রহমান শাওন, স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুয়েল রানা। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের শাহাবুদ্দিন শিহাব, আব্দুল মোহাইমিনুল জিহাদ,সোহরাব হোসাইন রাসেল,কাদের সিদ্দিকী অপু, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,গুলশান থানা ছাত্রদলের সহসভাপতি জোবায়ের তালুকদার,হাতিরঝিল থানা ৩৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল কাহহার মাহির। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো.তৌহিদুল ইসলাম জিমি, ছাত্রনেতা মোহাম্মদ রাকিব হোসেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক সদস্য মো. মনিরুজ্জামান টিটু। ঢাকা মহানগর পশ্চিম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাত্রদল নেতা মো. সজিবুল ইসলাম। বেসরকারি বিশ্ববিদ্যারয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম শেখ,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক সৌরভ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার আলমগীর হোসাইন খান, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতু, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. সোহেল তানভীরসহ ছাত্রদল নেতাকর্মীরা।