অবরোধের সমর্থনে ময়মনসিংহ বিএনপির মশাল মিছিল
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা একাদশ দফার ৩৬ ঘণ্টার অবরোধের সমর্থনে ময়মনসিংহে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় মাসকান্দা বাসস্ট্যান্ডে।
মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মশাল মিছিলে সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল, তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের স্লোগান দেওয়া হয়।