কালকিনিতে স্বতন্ত্রপ্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্রপ্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কালাকিনি থানায় মামলাটি করা হয়। মামলাটি করেছেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই মোফাজ্জেল কাজী।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তবে, মামলায় কতজনকে আসামি করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের প্রচারণায় মিছিল বের করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী। ওই সময় মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে করে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ও আহত হন ১০ জন। ককটেল বিস্ফোরণের জন্য নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠে।
লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, ঈগলের পক্ষ শান্তিপূর্ণ মিছিল বের করলে আমাদের মিছিলের ওপর ককটেল হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ নিয়ে এ হামলা চালিয়েছে ফজলু বেপারীর লোকজন। আমরা এ হামলার সঠিক বিচার চাই।