মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ
মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে জেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকায় হেবা মোল্লা ও মহিউদ্দিন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
এ বিষয়ে মহিউদ্দিন মোল্লা অভিযোগ করে বলেন, তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করায় নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবুল কাজী লোকজন নিয়ে তাদের বাড়িতে কয়েক দফা গুলিবর্ষণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেবা মোল্লা ও মহিউদ্দিন মোল্লা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষে শুক্রবার সন্ধ্যায় উঠান বৈঠক করেন। নির্বাচনি প্রতিহিংসার জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’