পাটুরিয়া-দৌলতদিয়ায় আবারও ফেরি চলাচল শুরু
সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ৩টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলে, ছোট ছোট প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ফেরি চলাচলের ফলে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়ার ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, ‘রাত ৩টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে, সকাল সাড়ে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে তিন ঘণ্টা পর আবারও ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পারের অপেক্ষারত ছোট ছোট ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পরিবহণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’