দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁয় মিষ্টি বিতরণ
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে দ্বিতীয়বারের মতো খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নওগাঁয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা লীগ এই আনন্দ মিছিলের আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নতুন মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের সরিষা হাটির মোড় থেকে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনি এলাকায় (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে ঢাকঢোল বাজিয়ে এবং আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করেন নেতাকর্মীরা। পরে মিষ্টি বিতরণ করা হয়।