টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত
টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল আহমেদ এবং একই উপজেলার পাকুটিয়া কলেজর প্রথম বর্ষের ছাত্র উপজেলার কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মো. মাসুম আলী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল ও ট্রাকের চালকরা দেখতে না পেরে মুখোমুখি সংঘর্ষ ঘটে থাকতে পারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।