ইজতেমা প্রাঙ্গণে ছয়জনের মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গাজীপুরের টঙ্গীতে আসা ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ খবর মিলেছে।
মৃতরা হলেন—জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. মতিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০), ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০), ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের জামান (৪০) ও নেত্রকোনার আব্দুস সাত্তার (৭০)। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, মতিউর রহমান শ্বাসকষ্ট জনিত রোগে, এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।