শিশুহত্যা মামলায় সৎবাবার মৃত্যুদণ্ড
পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লায় শিশু আরাফাত হোসেন বাপ্পীকে (৭) গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে সৎবাবা মো. সেলিম ওরফে রুবেলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর দক্ষিণ মডেল থানার দনাজোর গ্রামের মো. সেলিম ওরফে রুবেল (২৫)।
পারিবারিক বিরোধের জের ধরে ২০২২ সালের ১৫ এপ্রিল সকাল ৯টায় আসামি মো. সেলিম ওরফে রুবেল কৌশলে বাপ্পিকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় ১৮ এপ্রিল নিহত শিশুর মামা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া তারাপুর গ্রামের মো. আল-আমিন বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।
২১ সাক্ষীর মধ্যে বাদীসহ গুরুত্বপূর্ণ নয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ রায় দেন।
রায়ে আসামি রুবেলকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থ দণ্ড করেন আদালত।
রায় ঘোষণাকালে আসামি রুবেল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে সরকার পক্ষের কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ফরিয়াদি ও রাষ্ট্রপক্ষ আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এর ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।