খুলনায় সড়কে ঝরল পাঁচ প্রাণ, আহত ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার থর্নিয়াতে ট্রাক ও ইজিবাইকের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫)। এ ছড়া অজ্ঞাত নারীর আনুমানিক বয়স ২৬ বছর। শিশুর নামপরিচয় মেলেনি।