রাজধানীর মিরপুরে বস্তিতে পুড়েছে অর্ধশত ঘর
রাজধানীর মিরপুরের একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত ঘর। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। সবাই মিলে চেষ্টা করে আগুন নেভানো হয়। তবে বস্তির ভেতরে প্রবেশ করা ফায়ার সার্ভিসের জন্য কষ্টসাধ্য ছিল। পর্যাপ্ত পানির জন্য পাম্প সেট করতে বেশ বেগ পেতে হয়েছে।