মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা শুরু। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে, দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
লিমা খানম বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এমনকি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।