গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমানের উদ্যোগে গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বীরমুক্তিযোদ্ধা সাকায়েত হোসেন মোল্লা স্মরণে মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।
মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আল-বেলী আফিফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মুক্তিযোদ্ধা সাবেদ আলী ভূঁইয়া, শহিদুজ্জামান মোল্লা প্রমুখ।
আলোচনা সভার শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া, পাইককান্দি জালালাবাদ, শুকতাইল ও গোপীনাথপুর পাঁচটি ইউনিয়নের পাঁচশত মুক্তিযোদ্ধার হাতে কম্বল তুলে দেন।