ময়মনসিংহে রেলস্টেশনে ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত
ময়মনসিংহ জংশন রেল স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল (৪৫) নামে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালপাড়া গ্রামে।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি ঢাকাগামী মহুয়া কম্যুটার ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন স্টেশনে পৌছার পর তিনি প্রস্রাব করার জন্য ৫ নং প্লাটফরমে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারী তার মোবাইলফোন ছিনতাইকালে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় ট্রেনে উঠতে চাইলে জিআরপি থানা পুলিশ তা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।