পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার শিগগিরই শেষ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অনেকে এখানে জড়িত ছিল। এগুলোকে একটা শেপে আনা, তদন্ত সম্পন্ন করা একটি বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন, প্রাথমিক একটি বিচার হয়েছে। কাজেই চূড়ান্ত বিচার আরও হয়তো অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণই আমাদের বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আমরা আশা করছি, খুব শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখতে পাব।’
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও সেটাই বলি, যা কিছুই হোক, এটা যেন অতি দ্রুত হয়। আমরাও সেটাই আশা করি। কবে শেষ হবে, এটা বিচারকরাই জানেন। আমাদের আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের আদালত স্বাধীন। কাজেই সেখানে তারা একটি ন্যায্যবিচার করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পেছনে কারো গাফিলতি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কারো গাফিলতি নেই। এটা একটা বিরাট কর্মকাণ্ড ছিল, সঠিকভাবে তদন্ত ও বিচারকাজ শেষ করা বড় ধরনের কাজ। সব কিছু মিলিয়ে একটা সময় নিয়েছে। আমার মনে হয়, শিগগিরই আমরা এটার শেষ দেখব।’