এক দফার আন্দোলন চলছে চলবে : প্রিন্স
‘সরকার একদফার আন্দোলন দমন করতে পারেনি। আন্দোলন চলছে, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত চলবে’ বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরের রাম গোপালপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিহত ফরিদ হোসেন স্বপনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কথা বলেন ।
গত বছরের ১২ নভেম্বর একদফার আন্দোলন করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফরিদ হোসেন স্বপন। তাঁর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এরপর সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ প্রতিনিধিদলের সদস্যরা মরহুমের কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করেন।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মরহুম ফরিদ হোসেন স্বপনের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ফরিদ হোসেন স্বপনের মৃত্যুর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। আন্দোলন দমন করতে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর যে নিষ্ঠুর, নির্মম নির্যাতন, হয়রানি চালিয়েছে—তার ফলে স্বপনের মৃত্যু হয়েছে। আন্দোলনে স্বপনের অবদান চিরদিন বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।