মাদারীপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খানের দুই কর্মীকে অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের সমর্থকরা। এ ঘটনায় আজ বুধবার (১ মে) মাদারীপুর সদর থানায় ভুক্তভোগী মানিক সরকার বাদী হয়ে অভিযোগ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খানের কর্মী মানিক সরকার ও সুখদেব সর্দার কেন্দ্র খরচের সাড়ে ১৫ হাজার টাকা, ৫০০ পোস্টার ও দুই হাজার লিফলেট নিয়ে ভ্যানযোগে কলাগাছিয়া আসছিল। এসময় কেন্দুয়ার তালতলা এলাকায় এলে অপর চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের কর্মী স্বপন হাওলাদারসহ একদল লোকজন তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে। পরে সুখদেব সর্দারের মাথায় গুরুতর জখম ও মানিক সরকারের শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। আজ দুপুরে মানিক সর্দার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সদর থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে আহত মানিক সরকার বলেন, ‘আমি আসিব খানের কর্মী হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমাদের দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাব।’
তবে ঘটনার পর থেকে স্বপন হাওলাদারকে দেখা যায়নি। তাদের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ রাখা আছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে আমলে নেওয়া হবে।’