২০২৪-২৫ অর্থবছরের ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান শুরু
২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি শুরু হয়েছে। ১৫তম বারের মতো জনপ্রিয় এ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (১৬ মে) এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে আয়োজন করছে। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও থেকে সরাসরি সম্প্রচার করছে এনটিভি।
গত দেড় দশক ধরে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে এনটিভির এই আলোচিত অনুষ্ঠানটি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেমন সংসদে রেকর্ড সংখ্যকবার বাজেট উপস্থাপন করেছেন, তেমনি এনটিভির এই আয়োজনেও প্রধান আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন টানা ১০ বার।
বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন।
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে আজ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ সরকারের একাধিক নীতিনির্ধারক। এ ছাড়াও এবারের আয়োজনে প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম।
বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি এই অনুষ্ঠানে আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হবে। এবারের ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এনটিভির চট্টগ্রাম ও রংপুর স্টুডিও থেকেও অতিথিরা সরাসরি ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।