১০ জুনের মধ্যে বেতন-বোনাসের দাবিতে মানববন্ধন
১০ জুনের আগে কটন, টেক্সটাইল ও লোকাল গার্মেন্টস (দর্জি) সেক্টরের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ মে) সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ওএসকে গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন জেলা কমিটি।
সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলী আকন্দ, ট্রেড ইউনিয়ন সংঘের কোষাধ্যক্ষ আব্দুর রহমান টমন প্রমুখ।
এরপর শহরে মিছিল বের করে ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রমিকরা।
বক্তারা বলেন, ঈদের কেনাকাটায় বেতন-বোনাস যে সময় পাওয়া উচিত শ্রমিকরা সে সময়ে তা পায় না। বেতন-বোনাসের দাবিতে কটন টেক্সটাইল শ্রমিকরা গেজেট অনুয়ায়ী বেতন-বোনাস না পেয়ে রাস্তায় নামতে হয়। এমনকি ঈদের দিনেও শ্রমিকদের রাস্তায় নামতে হয়। তেমনি কটন টেক্সটাইল প্রতিটি ঈদ উৎসবেই পোশাক শ্রমিকদের রাস্তায় নামতে হয়। এবার তাই ঈদের আগেই যাতে কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেন সে দাবি জানিয়ে দায়িত্বশীল সংস্থা সমূহকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।