পুলিশের সার্জেন্ট দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২৮ মে) কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এই সার্জেন্ট দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, কুমিল্লায় কর্মরত পুলিশের সার্জেন্ট জিয়াউল চৌধুরী ও তার স্ত্রী ফারজানা হোসেন রিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ভুয়া ও জাল হলফনামা তৈরি করে মিথ্যা তথ্য দিয়েছেন। তারা পরস্পর যোগসাজশে ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সার্জেন্ট জিয়াউল চৌধুরী বর্তমানে কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনের পর মঙ্গলবার (২৮ মে) কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদক কর্মকর্তা মো. ইমরান খান।