ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দুজনের
সিরাজগঞ্জে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক মাদরাসা ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও অপর এক নারী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সদর উপজেলার বহুলী ইউনিয়নের মুক্তারগাতী গ্রামের আবু তালহা আনছারীর ছেলে সাদ আহমেদ (২০) এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাট পাঙ্গাসী গ্রামের বাসিন্দা মহাদেব বশাক (৬৫)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বালুবাহী একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক সাদ আহমেদ ও মহাদেব বশাককে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত মহাদেব বশাকের স্ত্রী ঝরনা রানী ও অটোরিকশাচালক শাহ আলমকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।