বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপক আব্দুল হাই ভুঁইয়া ও তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৩ জুন) কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
এজাহারে বলা হয়েছে, কুমিল্লার বরুড়া উপজেলার বড় ভাতুয়া গ্রামের বাসিন্দা ও কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপক আব্দুল হাই ভুঁইয়া ও তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন। সম্পদ বিবরণীতে তারা ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৮৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য প্রদান এবং ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার, ৭৯৩ টাকার জ্ঞাত- আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখে স্বামীকে অবৈধ সহায়তা করার অপরাধ করেছেন।
এ মামলায় মিসেস আঞ্জুমান আরা বেগমকে (৫৬) প্রধান আসামি করা হয়েছে।