রিমাল ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দিল এ জেড ড্রেজিং
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মোংলার জয়মনিরঠোটা এলাকার বন নির্ভরশীল বিভিন্ন পেশার দরিদ্র পরিবারগুলোর মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে জয়মনিরঠোটায় দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা উপকরণাদি বিতরণকরা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের অনুকূলে পশুর চ্যানেল খননকাজে নিয়োজিত এ জেড ড্রেজিং কোম্পানি এ সহায়তা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স) শেখ শওকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী আকবর হোসেনসহ এ জেড ড্রেজিং কোম্পানির প্রতিনিধিরা।
৩০টি পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রীর মধ্যে দেওয়া হয় গোলপাতা, বাঁশ, জিআই পাইপ ও দঁড়ি। ঘর তৈরির এই সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে উপকূলের দরিদ্র পরিবারগুলো।