ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানিতে আগুন, আহত ২
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ জুন) বিকেল ৩টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার বিষয়ে জানতে পারে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
রাফি আল ফারুক বলেন, ‘আমরা ৩টা ২৩ মিনিটে আগুন লাগার ঘটনা জানতে পারি। ৩০ মিনিটে গিয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। ৩টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
রাফি আল ফারুক জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাইনি। তবে, এ ঘটনায় ডেসকোর সহকারী ইলেকট্রিশিয়ান ইসমাইল ও লাইনম্যান আশিক আহত হয়েছেন বলে শুনেছি। তাদের প্রথমে ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডেসকোর সহকারী ইলেট্রিশিয়ান রতন গণমাধ্যমকে বলেন, এই সাব-স্টেশনের আরএমইউ বোর্ডের মেরামতের কাজ করছিলাম। এসময় ইলেক্ট্রিক লাইন বন্ধ ছিল। পরে কাজ শেষে বোর্ডের বিদ্যুতের সংযোগ দেওয়ার পর শর্ট সার্টিক হয়ে বোর্ডে আগুন ধরে যায। এতে আমাদের দুজন সহকর্মী আহত হয়। তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।