দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু ফুলবাড়িতে এবং মা ও শিশু বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার মো. মাহাবুব ইসলামের স্ত্রী মোছা. খাইরুন্নাহার (২৩) এবং তার শিশুসন্তান আবুজার (৬ মাস)। অপরজন এহসান হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দলুয়া পাওয়ার স্টেশনের সামনে পঞ্চগড় থেকে রংপুরগামী এইচ এ প্লাস পরিবহণ (ঢাকা মেট্রো-ব ১৩-২১৪০) নামের একটি বাসচাপায় তাদের মৃত্যু হয়।
আহতরা হলেন প্রাণনগর এলাকার মো. মাহাবুব (৩০), ভ্যানচালক মো. সাকিব (২৪), মোছা. আছিম (৫) ও মোছা. সাদিয়া (১৫)।
আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বাস দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ বিকেলে দিনাজপুরের ফুলবাড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। তার নাম এহসান হোসেন। নিত চালকের বাড়ি হাকিমপুর থানা চন্ডিপুর গ্রামে বলে জানা গেছে।