যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের মিছিল
যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা এ মিছিল বের করে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় যুবদলের নতুন নেতৃত্ব ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ থেকে বিরত থেকেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানা গেছে। জানতে চাইলে ঢাকা মহানগর যুবদল উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এনটিভি অনলাইনকে বলেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে যারা পরীক্ষিত সৈনিক তাদের হাতেই যুবদলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে এই নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে।
এ ছাড়া ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সদস্য রবিউল ইসলাম নয়ন এনটিভি অনলাইনকে বলেন, যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সারা দেশের শত শত নেতাকর্মী আজকে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে হাজির হয়েছেন। তারুণ্য নির্ভর এই কমিটির নেতৃত্বে সারা দেশের যুব সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় ঘণ্টা বাজাবে।
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি, বিল্লাল হোসেন তারেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নবগঠিত যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশা করব, নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে।
গত ১৩ জুন যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। ওই কমিটির সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক ছিলেন আবদুল মোনায়েম মুন্না।