সড়কে ঝরল বাবা-ছেলেসহ ৩ প্রাণ
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজিচালিত অটোরিকসার ওপর লরির ধাক্কায় বাবা-ছেলে ও সিএনজিচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মহাসড়কের শান্তির হাট এলাকায় পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মনসা পূজা শেষে গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা-ছেলে। নিহত যুবকের নাম লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত সিএনজিচালকের নাম আলী আজগর (৩০)। তিনি একই উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৩ নং ওয়াডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
নিহত সিএনজিচালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, শনিবার বিকেলে আমার ভাই পাশ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী লিটু কুমার ধর ও তার বাবাকে নিয়ে শহরের বাসায় যাচ্ছিলেন। পথে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা হতাহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়েছি।