শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর এলাকায় এই মানববন্ধন করা হয়।
সর্বস্তরের জনগণের ব্যানারে তিন শতাধিক বিএনপি নেতা কর্মীরা এতে অংশ গ্রহণ করেন। তাদের ব্যানারে লেখা ছিল, ‘মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসাবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস ছাত্তার সরকারের সময় দেয়া নামকরণ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহাল করতে হবে।’
মানববন্ধন চলাকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান বলেন, ‘সাধারণ জনগণ, বাংলার মানুষ এই বিমানবন্দরকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে দেখতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। তাহলে এ সরকার প্রতি জনগণ কৃতজ্ঞ থাকবে।’
মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সদস্য আকবর আলী, আলাউদ্দিন সরকার টিপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।