ভৈরবে র্যাবের অভিযানে আ.লীগ-যুবলীগের চার নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্রদের ওপর হামলা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন রাফি মিয়া (২৪), মাছুম মিয়া (৩৪), মাহমুদুল হাসান রিগ্যান (৪২) ও মজিবুর রহমান (৫৮)। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগনেতা।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে র্যাব ভৈরব ক্যাম্প জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে পুলিশের সহায়তায় ভৈরব ক্যাম্প অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে শহরের কালিপুর এলাকা হতে আওয়ামী লীগনেতা মজিবুর রহমান (৫৮), শনিবার মধ্যরাতে লঞ্চঘাট এলাকা হতে যুবলীগনেতা মাহমুদুল হাসান রিগ্যান (৪২), তাঁতারকান্দি এলাকা হতে মাছুম মিয়া (৩৪) এবং মনামরা ব্রিজ এলাকা হতে রাফি মিয়া (২৪) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গত ১৯ জুলাই দুপুরে শহরের লক্ষ্মীপুর ও কমলপুর এলাকায় এজাহারনামীয় রাফি (২৪), মাছুম (৩৪), রিগ্যান (৪২) ও মজিবুর রহমান (৫৮) সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে।
ওই বিষয়ে মামুন মিয়া (৩১), আলম সরকার (৪২) ও রুবেল মিয়া (৩২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলা রুজু পরবর্তীতে এজাহারনামীয় উপরোক্ত আসামিসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকে। আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা রুজু পরবর্তী সময় হতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।