গোপালগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা
গোপালগঞ্জে ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার (8 বমফসুপন) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে স্থানীয় পৌরপার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে পৌর পার্কে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাজী আবুল খায়েরসহ জেলা ও উপজেলার নেতারাও বক্তব্য দেন।
এর আগে সমাবেশ স্থল পৌর পার্কে সকাল থেকেই মুকসুদপুর, কোটালীপাড়া, কাশিয়ানী, টুঙ্গিপাড়া উপজেলা এবং গোপালগঞ্জ শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর পার্কে হাজির হয় দলীয় নেতা কর্মীরা।