যমুনা ফিউচার পার্ক এলাকায় মোবাইল চুরির ঘটনায় উত্তেজনা
রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে দু-পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
দুপুর আড়াইটার দিকে ভাটারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম বলেন, ‘যমুনা ফিউচার পার্কে মোবাইল চুরিরর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।’
তবে, কার দোকানের মোবাইল চুরি হয়েছে, কী পরিমাণ চুরির ঘটনা ঘটেছে; সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি ওসি মাজহারুল ইসলাম।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে দেখা গেছে সদস্যদের নানা রকম প্রতিক্রিয়া। ফারহাতুল জান্নাত নামে এক সদস্য লেখেন, ‘মোবাইল চুরিকে কেন্দ্র করে যমুনা ফিউচার পার্কে মারামরি চলছে। আজকে যমুনা ফিউচার পার্কে কেউ বেড়াতে আসবেন না।’
এ ছাড়া অজানা রাজকুমার কাই নামে এক ব্যক্তি তার ফেসবুক প্রোফাইল থেকে ঘটনার সময় লাইভ করছেন। ভিডিওতে দেখা যায়, যমুনা ফিউচার পার্ক এলাকায় মানুষের প্রচণ্ড ভিড়। দুপক্ষের মধ্যে চলছে বাক-বিতণ্ডা। ভিডিওর শেষের দিকে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।