চাকরির কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ১
অনলাইনে পার্ট টাইম চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া তামিমুল ইসলাম (২৫) নামে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ ডিসেম্বর) দক্ষিণখানের নুর মসজিদের পার্শ্ববর্তী (নাসিরের বাসার ভাড়াটিয়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্য নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
মাহফুজুল আলম রাসেল জানান, অনলাইনে পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তামিমুল। তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। মিরপুরের আতিক আহম্মেদ (৩৬) নামে এক ব্যক্তি প্রতারণার শিকার হন৷ তাকে অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিন লাখ ৩৭ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করা হয় এবং আরও টাকা চাইলে ভুক্তভোগী আতিক আহম্মেদের সন্দেহ হওয়ায় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার দেওয়া টাকা ফেরত চাইলে তাকে ‘প্রতারক চক্র’ টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয়।
মাহফুজুল আলম রাসেল বলেন, তখন আতিক আহম্মেদ এটি একটি সংঘবদ্ধ ‘প্রতারক চক্র’ বুঝতে পেরে এটিইউয়ের অ্যাপসে অভিযোগ করেন। পরে তেজগাঁও থানায় মামলা করেন।
এরপর পুলিশ তামিমুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।