তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান টিপুর
বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর ও বাগিতাপাড়ায় দুর্বৃত্তদের কোথাও স্থান হবে না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া ৩নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, তারা হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের লালপুর ও বাগিতাপাড়ায় কোথাও স্থান হবে না।
আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের ‘জাতীয়তাবাদী সূর্যসৈনিক’ হিসেবে উল্লেখ করে টিপু বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। টিপু অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে বলেন, অনুপ্রবেশকারীদের স্থান বাগাতিপাড়া বিএনপিতে নেই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের চিহ্নিত করে রাখা হবে।
তারেক রহমানকে ছাত্র-জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট, মাফিয়া, স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।
বাগতিপাড়া ৩নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য দেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু, বাগাতিপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনসার আলী সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিন, নাটোর জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক রঞ্জিত কুমার সরকারসহ প্রমুখ।