কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ নির্যাতনকারী দুই নারী আটক
কুষ্টিয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করা দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে (আরসিআরসি সড়ক) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে সেখান থেকেই তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর সেখানে ওই ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করেন ওই দুই নারী।
স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সঙ্গে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেন। এরপর আরেকজন শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা এসে ঠেকালে ওই দুই নারী চলে যান। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেয়াবুর রহমান সিয়াব বলেন, ট্রেনের সিগন্যাল পড়লেও ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। সেখানে ট্রফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী ঘরে এসে ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে।