পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মেছের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শান্তি বেগম শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছৈয়দউদ্দীন মাদবরকান্দি গ্রামের হাকিম মোড়লের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখতার হোসেন জানান, পারিবারিক কলহ নিয়ে শান্তি বেগম ও মজিবর মাদবরের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে আহত করে ও ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী মজিবর মাদবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শান্তি বেগমকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি মোখতার হোসেন আরও বলেন, শান্তি বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।