গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে মারা যাওয়ার পরের দিনই ট্রেনে কাটা পড়ে মারা গেল বাবা ও ছেলে। সোমবার (১০ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর বনমালা রেলক্রসিং এলাকায় আনুমানিক ৩০ বয়সী বাবা ও ১০ বছর বয়সী ছেলে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এক পর্যায়ে রাত সোয়া ১০টার দিকে
কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন বাবা ও ছেলে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা সাংবাদিকদের বলেন, নিহতরা বাবা ও ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে মারা গেছে।