দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর পাঁচ দিন বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আজ মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তাই এ বিষয়টি ভারতীয়দের জানানো হয়েছে। আগামী ১৭ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।’
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।