চট্টগ্রামে ইকমার্স মেলা শেষ আজ
চট্টগ্রামে তিন দিনব্যাপী ইকমার্স মেলার আজ শনিবার রাত ৮টায় শেষ হবে। অন্য দিনের মতো মেলায় আজও প্রচুর দর্শণার্থীর উপস্থিতি দেখা গেছে। এ মেলা নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। মেলা প্রঙ্গণে রয়েছে ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে এ মেলার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ। সহযোগিতা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর লোকের সমাগম হয়েছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে যান।
মেলার গোল্ড স্পন্সর এবং ইকমার্স পেমেন্ট গেটওয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স লিমিটেড (www.walletmix.com) একটি মার্চেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করে এবং তিনটি মার্চেন্ট তাদের সেবা নেওয়ার জন্য সাইন আপ করে।
মনিহারিডটকম (www.monihari.com) ওকে ব্র্যান্ডের মাল্টিমিডিয়া মোবাইল ফোন ৮৫০ টাকায় এবং ৩০০০ টাকায় স্মার্টফোন দিচ্ছে। Easy.com.bd সাইটে ভিসা কার্ডের মাধ্যমে মোবাইল অ্যাকাউন্ট রির্চাজে ৫% বোনাস।
etune use এ দুই টাকায় সারাদিনবাংলা গান শোনা যাচ্ছে। SharedigitalRadi Guard পণ্যে ৩৩% ছাড়। HTSHTS ব্র্যান্ডের ট্যাবলেট পিসিতে ৫০০ টাকা থেকে ১০০০ মূল্য ছাড় চলছে। ইডিলকার্টের (www.idyllkart.com) স্টল থেকে ৩০০০ টাকার পণ্য কিনলে ক্রেতা পাবেন ১০% ছাড়। ইন্টেল ইসেট স্মার্ট সিকিউরিটি অ্যান্টিভাইরাস, ইন্টারনেট গার্ড, মোবাইল সিকিউরিটিতে ৫০% ছাড় এবং টি-শার্ট ফ্রি। BTCL ব্রডব্যান্ড সংযোগে কানেকশন ফি-তে ৫০০ টাকা ছাড়, বাইমিব্র্যান্ড (www.buymebrand.com.bd) থেকে ১০০০ টাকার পণ্য কিনলে ১০% ছাড়।
মেলার প্লাটিনাম স্পন্সর ই-জগৎডটকম এবং গোল্ড স্পন্সর হিসেবে আছে ওয়ালেট মিক্স ও তথ্য আপা। মেলার ইন্টারনেট সিকিউরিটি পার্টনার ইন্টেল সিকিউরিটি, কমিউনিকেশন পার্টনার আপনজোনডটকম, ইন্টারনেট পার্টনার ঢাকাকমলি, রেডিও পার্টনার ঢাকা এফএম অনলাইন মিডিয়া পার্টনার এন টিভি অনলাইন, সেমিনার পার্টনার হিসেবে রয়েছে পিপুল ট্রাস্ট লি এবং কুরিয়ার পার্টনার হিসেবে রয়েছে ইকুরিয়ার লি, অনলাইন টিভি পার্টনার ওয়েবটিভি নেক্সটডটকম, ব্লগ পার্টনারকমজগৎডটকম, লজিস্টিক পার্টনার অর্পন কমিউনিকেশন লিমিটেড।
মেলার বিভিন্ন আপডেট জানতে ভিজিট করুন- www.facebook.com/ECommercefair এবং www.e-commercefair.com ঠিকানায়।