এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের চেয়ারম্যান হলেন আতিউর
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আকুর ৪৪তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আকুর চেয়ারম্যান ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. ভালিউল্লাহ সেইফ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে আকুর পর্ষদ সভার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। আঞ্চলিক সদস্য দেশগুলোর অর্থ লেনদেন নিষ্পত্তি ও বিভিন্ন সহায়তা দিয়ে থাকে আকু।’
আকুর পর্ষদ সভার অন্য সদস্যরা হচ্ছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দ তেনজিন, মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজিমা আদম, নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চিরঞ্জীবী নেপাল, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশরাফ মাহমুদ ওদ্রা, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন, মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিয় কিয় মং ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্জুনা মহেন্দ্রন।