সিমটেক্সের আইপিও আবেদন গ্রহণ শুরু ২৪ আগস্ট
শেয়ারবাজার থেকে পুঁজি সংগহের অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) শেয়ার পেতে ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। কোম্পানির ইস্যু ব্যবস্থাপক এএফসি ক্যাপিটাল লিমটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিউকিউরিটিজ অ্যান্ড এক্সোচেঞ্জ কমিশন (ডিএসই) এ কোম্পানিকে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা দামে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে মূলধনি বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধনে অর্থায়ন ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।